ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি, যা বললেন শাকিব খান


৩০ জুন ২০২০ ১৮:০৩

অনুমতি ছাড়া নিজের প্রযোজিত ছবিতে গানের অংশবিশেষ ব্যবহারের কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান। এ শিল্পীর পক্ষে কপিরাইট আইন অমান্যের কারণ দেখিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ওলোরা আশফাক অ্যান্ড অ্যাসোসিয়েটস।

দিলরুবা খান নিজে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘এ গানটির কথা লিখেছেন আহমেদ কায়সার ও সুরকার আশরাফ উদাস। তিনজনেরই নামেই কপিরাইট করা আছে। কিন্তু পাসওয়ার্ড ছবিতে গানটির কিছু অংশ ব্যবহার করার জন্য শাকিব খান আমাদের কারও অনুমতি নেননি। তাই আইনজীবীর মাধ্যমে আইনের আশ্রয় নিলাম। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করার আগে আমার আইনজীবী শাকিব খান বরাবর একটা আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে সমঝোতার কথা বলা ছিল। কিন্তু তিনি কোনো যোগাযোগ করেননি। তাই বাধ্য হয়ে আমরা কপিরাইট আইন ভঙ্গের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি।’

গত বছর মুক্তি পাওয়া শকিব খান প্রযোজিত ও অভিনীত এবং মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে দিলরুবা খানের গাওয়া ‘পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গানটির দুই লাইন ব্যবহার করা হয়। কিন্তু এ ক্ষেত্রে মূল গানের শিল্পী, গীতিকার কিংবা সুরকারের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে খুব বেশি কিছু জানি না। যতদূর জানি গানটির দুটি লাইন ব্যবহারের জন্য মৌখিক অনুমতি নেওয়া হয়েছিল। সিনেমায় আগে ব্যবহৃত যেকোনো গান থেকে দু-এক লাইন নেওয়া নতুন কিছু নয়।’

শাকিব খান আরও বলেন, ‘আগেও অনেক ছবিতে এরকম দু-এক লাইন নিয়ে নতুন গান তৈরি হয়েছে। কেউ কোনো অভিযোগ করেছে বলে শুনিনি। আমি সাইবার ইউনিটে অভিযোগের ব্যাপারে এখনো কোনো নোটিশ পাইনি। যদি পাই তাহলে আমার আইনজীবী তার উত্তর দেবে।’