পাগল হয়ে রাস্তার পাশে তৌসিফ

মুখ ভর্তি লম্বা দাড়ি ও মাথায় এলোমেলো লম্বা চুল। নোংরা জামা কাপড় পরে বসে আছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব দেখে চেনার কোন উপায় নেই।
তবে এটা খুবই কষ্টের একটা বিষয় এত ভালো একটি ছেলে কিভাবে পাগল হয়ে রাস্তার পাশে নোংড়া কাপড় গায়ে শুয়ে বসে দিন কাটাচ্ছে। সে বিষয়েই জানতে এবং দেখতে লায়নিক মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে চোখ রাখুন।
মোহন আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটির গল্পের এক পর্যায় তৌসিফকে পাগল অবস্থায় দেখা যাবে। এতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা টয়া ও তৌসিফের মাহবুব।
নাটকটি শুক্রবার (৩১ আগস্ট) লায়নিক মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।তৌসিফ মাহবুবতৌসিফ ও টয়া ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ফয়সাল হাসান, অমি ইসলাম, আলামিন সুমন, হাওলাদার সোহাগ, রানা প্রমুখ।
আরআইএস