ঢাকা মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


তিনদিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়ার’


৬ অক্টোবর ২০১৯ ২১:৪৬

ছবি সংগৃহিত

যশ রাজ ফিল্মসের প্রযোজনায় গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ধুন্ধুমার অ্যাকশন ধর্মী সিনেমা ‘ওয়ার’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় আরো আছে বানী কাপুর।

হৃত্বিক-টাইগার জুটিকে একসঙ্গে দেখা নিয়ে শুরু থেকেই ফ্যানদের উৎসাহের অন্ত ছিলো না। আর অ্যাকশনে ভরপুর ট্রেলার এবং গান উপভোগের পর সিনেমাটি দেখার জন্য মুখিয়ে ছিলেন হৃত্বিক-টাইগারের ভক্তরা। তাইতো সিনেমাটি মুক্তি পেতেই প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শক।

দর্শকদের উৎসাহ দেখে শুক্রবার থেকে বাড়ানো হয়েছে সিনেমার হল সংখ্যা। আজ আরো ১৫০-২০০ সিনেমা হলে চলবে ‘ওয়ার’।

এদিকে মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাকশন-থ্রিলারটি। প্রথম দিন বুধবার সিনেমাটি আয় করেছে ৫৩.৩৫ কোটি রুপি। আর তিন দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। তিন দিনে সিনেমাটির মোট আয় হয়েছে ১০০.১৫ কোটি রুপি (শুধুমাত্র ভারতে)। শনিবার বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ এক টুইট বার্তায় এই তথ্য জানান।

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়, সিনেমাটিতে এমন একটি দৃশ্য থাকছে যেটিতে একটি ব্রিজের উপর থেকে প্রায় ৩০০ ফুট নীচে ঝাঁপ দিতে দেখা যাবে হৃত্বিক রোশনকে! পর্তুগালে হয়েছে ওই দৃশ্যের শুটিং।

সিনেমার অ্যাকশান কোরিওগ্রাফারের ভূমিকায় আছেন হলিউড ও কোরিয়ার দুই বিশ্বখ্যাত অ্যাকশান ডিরেক্টর অ্যান্ডি আর্মস্ট্রং ও সিইয়ং ওহ। ছবির সিনেমাটোগ্রাফিতে রয়েছেন হলিউডের বেন জেসপর। এই সিনেমার মাধ্যমে হলিউডের অ্যাকশান ফিল্মকেও ছাপিয়ে যাবে বলিউড, এমনটাই জানিয়েছেন সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

‘ওয়ার’- এর কোনো সিক্যুয়েল হবে কিনা, এমন প্রশ্নের জবাবে সিদ্ধার্থ বলেন, এটি নিয়ে কথা বলার সময় এখনো হয়নি, কিন্তু এটি করার ইচ্ছে আমার আছে। দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমার মনে হচ্ছে, আমাদের প্রত্যাশার চেয়েও দর্শকদের চাওয়া আরো বেশি। পরবর্তী করণীয় নিয়ে আমরা খুব শিগগিরই বসব।

নতুন সময়/এনকে