ছেলের জন্মদিনে নতুন সিদ্ধান্ত নিলেন জলিল-বর্ষা

গেল বছরের ২৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। এতে দ্বিতীয়বারের মতো বাবা হন ব্যবসায়ী ও স্বঘোষিত চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সাওল হার্ট সেন্টারের অয়েল-ফ্রি কিচেনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন অনন্ত-বর্ষা। তারা এ সময় সাওল হার্ট সেন্টারের অয়েল-ফ্রি কিচেনের কার্যক্রমের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেন।
আসছে ২৩ অক্টোবর তাদের দ্বিতীয় ছেলে আবরার ইবনে জলিলের এক বছর পূর্ণ হবে। ছেলের সেই জন্মদিনে নতুন সিদ্ধান্ত নিলেন এ তারকা দম্পতি। এ দিন চার শতাধিক অভ্যাগতের জন্য বিনা তেলে রান্না করা খাবার খাওয়াবেন এ তারকা জুটি
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথাশিল্পী সেলিনা হোসেন, মুজাহিদুল ইসলাম সেলিম, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাঈমুল ইসলাম খান, অধ্যাপক সলিমুল্লাহ খান এবং মনির খান শিমুলসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক ও সাংস্কৃতিক তারকারা।
এমএ