ভাইরাল হলো সানির যে নতুন ভিডিও

সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন এবার দর্শকদের জন্য তার ইনস্টগ্রামে নতুন একটি নাচের ভিডিও প্রকাশ করেছেন। শনিবার মুম্বাই বিমানবন্দরে ধারণ করা এই ভিডিও প্রকাশ করেছেন।ভিডিওটিতে অন্যরকম এক নাচ দেখিয়েছেন সানি।
ভিডিওতে দেখা যাচ্ছে, সানি তার দলের সাথে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচ করছেন। মেহেদীর গান ‘বোলো তারা রারা’ গানে নাচছেন তিনি। সানিকে দেখে শেষ পর্যন্ত তার দলের অন্য সদস্যরাও নেচেছেন এই গানে। একই সঙ্গে এই ভিডিওটি পোস্ট করে, সানি লিখেছেন, তিনি এবং তার দল পাগলামি করতে পারলে আর কিছু চান না।
আর তাদের এই পাগলামির ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সানির এমন নাচ এর দেখেনি কেউ।
প্রসঙ্গত, সম্প্রতি সানির জীবনী নিয়ে একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে। ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’- নামের এই ওয়েব সিরিজ নিয়ে বেশ চর্চাও হয়েছে। করণজিত্ কউর থেকে সানি লিওন হওয়ার নেপথ্য কাহিনীই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। প্রথব পর্বের সাফল্যের পর শুরু হতে চলছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বও।
আরআইএস
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে...