ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সিনেমায় কাজ পেতে হলে শারীরিক সম্পর্ক করতে হবে


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০০

সানি লিওন

শোবিজে খুব পরিচিত শব্দ কাস্টিং কাউচ মানে শারীরিক সম্পর্ক। হলিউড, বলিউড পাড়াসহ বিশ্বের বহু তারকা নামি তারকা এ নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউড তারকা সানি লিওন।

সানির বায়োপিক ‘করণজিত্ কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ ওয়েব সিরিজ হিসেবে মুক্তি পেয়েছে। তার প্রচারে চেন্নাইতে গিয়ে কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘কাস্টিং কাউচ সব সময়ই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলো, এখনো আছে। কাস্টিং কাউচকে যদি আমরা অস্বীকার করি, আমরা এগোতে পারব না। পিছিয়ে পড়ব। আমার নিজের জীবনই তার সবচেয়ে বড় উদাহরণ।’


তিনি নিজে কাস্টিং কাউচের শিকার কিনা, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তবে এ বিষয়ে তার মন্তব্যে সে ইঙ্গিতই ছিল।

সানির ভাষ্য, ইন্ডাস্ট্রিতে সবাই যত বেশি পেশাদার হবেন তত কাস্টিং কাউচের সমস্যা দূর হয়ে যাবে।

আরআইএস