ফের পিছিয়ে গেল দহন ছবির মুক্তি

পিছিয়ে গেলো পোড়ামন-২ খ্যাত নির্মাতা রায়হান রাফির পরিচালনায় নির্মিত দহন ছবির মুক্তি। প্রথম দিকে জানানো হয়েছিল গেল ঈদুল আযহায় মুক্তি পাবে ছবিটি কিন্তু তা হয়নি। পরবর্তীতে আগামী অক্টোবরে মুক্তি দেওয়ার কথা চলে কিন্তু সেশ পর্যন্ত আবারও পেছালো এ ছবির মুক্তি।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দহন’ ছবিটি ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে না। কিছুদিন আগে গানের শুটিং শেষ হলো। আরও কাজসহ প্যাচওয়াক বাকি। এরপর ছবির পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। সবকিছু মিলিয়ে একটু সময় লাগবে। তাই ৫ অক্টোবর মুক্তি দেব না। নতুন মুক্তির তারিখ পরে জানানো হবে।
ছবিতে সিয়াম আহমেদ ও পূজা চেরী ছাড়া আরও আছেন জাকিয়া বারী মম, শিমুল খান প্রমুখ।
কেআই