স্বামীর সঙ্গে সানি লিওনের রোমান্স

মুম্বাইতে একটি ভালো বাসা খুঁজছেন বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন সানি লিওন। সাবেক এই পর্নস্টার তার পছন্দের বাসাও পেয়ে গেছেন। এমনকি স্বামীর সঙ্গে বাসায় থাকাও শুরু করেছেন। এর আগে প্রথম দিন বাসায় প্রবেশের পর স্বামী ড্যানিয়েল ওয়েবার সানিকে কোলে নিয়ে বাসা ঘুরিয়ে দেখান। ভক্তদের জন্য সেই রোমান্স মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাবেক এই পর্নস্টার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গণেশ চতুর্থী উপলক্ষ্যে বলিউড তারকাদের বাড়িতে এখন ধুমধাম অবস্থা। প্রায় সকলেই গণেশ আধারনায় মজেছেন নিজ নিজ গৃহে। ঠিক এসময়ে সানি লিওন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গণেশ চতুর্থীর দিন সানি লিওন নতুন বাসায় প্রবেশ করছেন। ভিডিও পোস্ট করে সানি লিখছেন, অনেক নিয়ম ও আচার সম্পর্কে আমার ধারনা নেই। এদিনে কী করতে হয়, তাও আমার জানা নেই। তবে এই দিনটিতে স্বামীর সঙ্গে নতুন বাড়িতে প্রবেশ করলাম। সকল ভক্তদের গণেশ চতুর্থীর শুভকামনা।
সানি লিওন ভিডিওর মাধ্যমে তাঁর নতুন বাড়ির ঝলক অনুগামীদের দেখানোর চেষ্টাও করেছেন। এর জন্য তাঁকে কোলে তুলে স্বামী ড্যানিয়েল গোটা বাড়ি ঘুরিয়েছেন। সেসব ছবি সানি ক্যামেরাবন্দি করেন। ভিডিওটি দারুণ প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ভিডিওটিকে আড়াই লক্ষের বেশি মানুষ লাইক দিয়েছেন। ভক্তরা তাঁকে নতুন বাড়ির জন্য অভিনন্দনও জানিয়েছেন।
আইএমটি