শুরুতেই খেল ধাক্কা

ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছেন। জ্বরের খবরটা ‘শাহেনশাহ’ ছবির মহরতের দিনই জানা গেছ। সেদিন শাকিব বলেন, আমার শরীরটা ভীষণ খারাপ। জ্বর যেন ছাড়ছেই না।
এ কারণে তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে বাসায় চলে যান জনপ্রিয় এ নায়ক। মহরতের পর শাকিবের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এখন শাকিবের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। অন্যদিকে শাকিব যখন সুস্থ্যের হওয়ার দৌড়ে ঠিক তখনই জ্বরে আক্রান্ত হন ছবির অন্যতম নায়িকা রোদেলা জান্নাত।
চার দিন ধরে জ্বরে আক্রান্ত এই সাবেক সংবাদ উপস্থাপিকা। এদিকে শুটিং-পূর্ববর্তী কিছু কাজ পুরোপুরি গোছানো সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি তার। এটাকে শুরুতেই ‘ধাক্কা’ বলছেন নবাগত এই নায়িকা।
শাহেনশাহ্ ছবির নায়িকা শুরুতে ধাক্কা খেলেও মোটেও বিচলিত নন তিনি। এমন ধাক্কার বিষয়ে রোদেলা বলেন, ‘এক দিক দিয়ে ভালোই হলো। আমিও নিজেকে চরিত্রটির জন্য নিজেকে আরও ভালোভাবে তৈরি করার সময় পাচ্ছি। যত সময় পাব, ততই নিজেকে উন্নয়নের সুযোগ পাব। এটা অবশ্যই শুভ লক্ষণ ছাড়া আর কিছুই না।’
শুটিংয়ের দিনক্ষণ সবই চূড়ান্ত ছিল। ১১ সেপ্টেম্বর কক্সবাজারে ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরুর কথা। ঢাকার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজনে হয় মহরত অনুষ্ঠানও। সেখানে ছবিটি নিয়ে বিস্তারিত জানান প্রযোজক, পরিচালক ও নায়ক-নায়িকারা।
এমএ