ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


২৪ বছর পর ফের অভিনয়ে মাসুম রেজা


১০ জুলাই ২০১৯ ২১:০৫

ফাইল ফটো

অভিনেতা মাসুম রেজা সর্বশেষ ১৯৯৫ সালে অভিনয় করেছিলেন‘দর্পণে শরৎশশী’ নাটকে। মাঝে কেটে গেছে ২৪ বছর।
অবশেষে ১২ জুলাই আবার মঞ্চে উঠছেন, অভিনয় করছেন তারই সৃষ্ট একটি চরিত্রে।

দেশ নাটক এদিন বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ হল মঞ্চে উপহার দেবে ‘নিত্যপুরাণ’ নাটকের নিরানব্বই ও শততম প্রদর্শনী। মূলত এই আনন্দ গায়ে মেখে নাটকটির দ্রোণাচার্য চরিত্রে অভিনয় করছেন এর রচয়িতা ও নির্দেশক মাসুম রেজা।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে প্রত্যাবর্তন প্রসঙ্গে মাসুম রেজা জানান, এটাকে ঠিক প্রত্যাবর্তন বলা যাবে না। মঞ্চ নাটক আমি প্রচুর লিখেছি, নির্দেশনা দিয়েছি, অনেক শো হয়েছে। কিন্তু কোনও নাটকের শততম প্রদর্শনী হয়নি আমার। তো লেখক-নির্দেশক হিসেবে সেটা অনেক বড় আনন্দের বিষয়। আর শুরু থেকেই আমার কাছে অভিনয় আর লেখার অভিজ্ঞতা একটু আলাদা।

তিনি আরও জানান, অভিনয় ব্যাপারটা খুব সহজসাধ্য বিষয়! মানে এটা করে সহজে পরিচিতি পাওয়া যায়, দ্রুত দর্শকদের কাছে চলে যাওয়া যায়। যেটা লিখে বা নির্দেশনা দিয়ে সম্ভব নয়। এটাও ঠিক, অভিনয় বিষয়টা খুব কঠিন, তবে সবার কাছে পৌঁছানো ততটাই সহজ। তাই আমি সেই সহজ পথটা পরিহার করলাম ১৯৯৫ সালেই। চেয়েছিলাম, নাটকের পেছনে কাজ করে সবার সামনে হাজির হতে। এ বেলায় এসে, কতোটা পেরেছি জানি না। তবে অপার আনন্দ নিয়ে আমি আবারও মঞ্চে উঠছি ১২ জুলাই।