বন্ধ ‘জান্নাত’ সিনেমা, যা বললেন পরিচালক

এবারের কোরবানি ঈদে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিটি মুক্তি পায়। সাইমন ও মাহিয়া মাহি অভিনীত এ ছবিটি দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। ছবিটি দেখার পর এ পর্যন্ত দর্শকরা পছন্দও করেছে। প্রথম সপ্তাহের পর আরো বেশি সিনেমা হলে পরের সপ্তাহে ছবিটি চলে।
শুক্রবার সাতক্ষীরার সংগীতা সিনেমা হলে এ ছবিটি চলার কথা থাকলেও ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে’ এমন আশংকা থেকে স্থানীয় মুসল্লিদের আপত্তির মুখে বন্ধ হয়ে যায় ‘জান্নাত’ ছবির শো। শুক্রবার দুপুর ১২টা থেকে এই ছবির শো শুরু হওয়ার কথা ছিল।
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমার মনে হয় যারা আপত্তি জানিয়েছেন তারা ছবিটি না দেখেই আপত্তি তুলেছেন। ছবির নাম ‘জান্নাত’ হওয়াতেও তারা আপত্তি করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে সেন্সরবোর্ড ছবিটি দেখার পর আনকাট ছাড়পত্র দেয় এবং যারা এ পর্যন্ত ছবিটি দেখেছেন তারা কেউই এ বিষয়ে আপত্তিমূলক কথা বলেননি। এমনকি ছবিতে ইসলামের বিষয়টি সুন্দর করে তুলে ধরা হয়েছে। সেখানে আপত্তির প্রশ্নই আসে না। আমি নিজে অবাক হয়েছি।
জানা যায়, স্থানীয় কিছু মুসল্লীর অভিযোগে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ ছবিটি না চালানোর অনুরোধ করেন। মুসল্লিদের কথায় সম্মান দিয়ে পুলিশ প্রশাসন সিনেমা হল কর্তৃপক্ষকে অনুরোধ করে ছবিটির শো বন্ধ রাখতে।
হল কর্তৃপক্ষ অনুরোধ রেখে ‘জান্নাত’ এর শো বন্ধ রেখেছেন। এদিকে ‘জান্নাত’ সিনেমার পরিচালক আরো বলেন, মাননীয় রাষ্ট্রপতিকে ছবিটি আমরা দেখাতে চাই। আমি আবারো বলছি, ছবিতে আপত্তিকর বা ইসলামকে আঘাত করে এমন কোনো বিষয় নেই।
কেআই