ঢাকা মঙ্গলবার, ১৪ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


সুখবর দিলেন শ্রাবন্তী


৫ জুলাই ২০১৯ ০২:২৯

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি গেল এপ্রিলে তৃতীয়বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বর রোশান সিংয়ের সঙ্গে গত এক বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন তিনি। প্রেমের পরিণয় হিসেবে বিয়ের পিঁড়িতে বসেন তারা দুজন। তার স্বামী পেশায় কেবিন ক্রু সুপারভাইজার। বিয়ের পর তারা সুইজারল্যান্ডে গিয়েছিলেন হানিমুন করতে। সাত পাকে বাঁধা পরার পর থেকে কখনো হনিমুন, কখনো পার্টি, কখনো আবার বাড়ির পূজোয় এই দম্পতি সুন্দর সময় কাটিয়েছেন। সেসব ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

এবার তিনি তার ভক্তদের জন্য সুখবর দিলেন। এই সুখবর তার ক্যারিয়ার নিয়ে। আগামীকাল ৫ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’। এটি শ্রাবন্তীর বিয়ের পর প্রথম ছবি। এই ছবিতে তার চরিত্রের নাম রঞ্জা। রঞ্জার পুরনো বাড়িতে একটি যন্ত্রের সাহায্যে ভূতেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মধ্যে ভাল ভূত যেমন রয়েছে, তেমনি রয়েছে খারাপ ভূতও। ভূতের গল্প নিয়েই এই সিনেমা নির্মিত হয়েছে। হরর কমেডি ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী। এই ছবিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করেছেন সোহম, বনি, গৌরব চক্রবর্তী, ঋত্বিকা প্রমুখ। এই ছবির রঞ্জা কোন ভূতের পাল্লায় পড়বেন এবং কীভাবে তা থেকে বেরিয়ে আসবেন, তা দেখতে সিনেমা হলে আসার আমন্ত্রণ জানিয়েছেন ছবির নায়িকা।


নতুনসময়/এমএন