মাসুমের ‘ওরে প্রিয়া’ নিয়ে সিএমসি মিউজিক'র তাল বাহানা

তুমিহীনা, প্রাণ ভ্রমরা, একটু হাসি, আদরে আদরে, বাতাস, তোর ভালোবাসা, চাঁদের আলো, মন পাখি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, কি করে বলিরেসহ অসংখ্য ভালো লাগা ও মন কেড়ে নেয়ার মত গান শ্রোতাদের উপহার দিয়েছেন সঙ্গীত শিল্পী মাসুম। নিজে গেয়েই শুধু সফল হননি, মাসুমরে সুরে, কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস সজল, রোহান রাজ, দিন ইসলাম।
তবে এত এত গানের পরে এবার মাসুমের ‘ওরে প্রিয়া’ সিএমসি মিউজিক'র তাল-বাহানা যেন পুরো দমে চলছে।
ফুল ফুটে ঝরে যায়, ব্যাথা গুলো স্মৃতি হয়ে যায়। এ মনে জমানো যত আশা ভালোবাসা, আজ পথ ভুলে যায়। প্রিয়া প্রিয়া ও প্রিয়া ওরে প্রিয়া। এমই কথায় গাঁথা হৃদয়ে ছঁয়ে যাওয়ার মত একটি গান প্রকাশ হওয়ার কথা ছিলো সিএমসি মিউজিক'র ব্যানারে। কিন্তু গান যেন আর প্রকাশ পাওয়ার সঠিক সময় খুজে পাচ্ছে না।
এই প্রযোজনা প্রতিষ্ঠানের নেই কোন মাথা ব্যাথা এমনটাই নতুনসময়কে জানিয়েছেন সঙ্গীত শিল্পী মাসুম।
নতুনসময়কে মাসুম বলেন, ‘ওরে প্রিয়া’ গান নিয়ে আমি খুবই বিব্রত। প্রথমে যখন গানটি সিএমসি মিউজিক কর্তৃপক্ষকে শুনাই তখনই কর্তৃপক্ষ তাদের ব্যানারে আমাকে গানটি দেওয়ার জন্য বলেন। তবে গানটি আমি খুশি হয়ে তাদের দিয়েছি কিন্তু গানের শুরু থেকে শেষ অবদি পর্যন্ত গান আমার থমকে আছে।
তিনি বলেন, গানটি যখন সঙ্গীত পরিচালক অনিম খানকে দিয়ে করার সিদ্ধান্ত নেই তখনই একটি অশুভ এই কাজে পিছু নিয়েছিলো। যেভাবে গানের পরিচালক আমাকে ঘুরিয়েছে ঠিক সেভাবেই এখন সিএমসি মিউজিক করছে তাল বাহানা।এই শিল্পী আরও বলেন, আমার শ্রোতা ভক্তদের মাতিয়ে রাখতে সিএমসি মিউজিক’র ব্যানারে ‘ওরে প্রিয়া’ প্রমোশনাল ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তবে গানটির অপেক্ষায় আমার প্রিয় শ্রোতারা দিন গুনছে।
মাসুম আরও বলেন, আমার আর কিছু বলার নেই তবে শুধু এটাই বলবো প্রযোজনা প্রতিষ্ঠান সিএমসি মিউজিক এর কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ শিল্পীদের সম্মান দিতে শিখুন। আমাদের মত শিল্পীদের দুঃখ-দুর্দশার কথা আপনারা না ভাবলে আমাদের জন্য খুবই সমস্যায় ভুগতে হয়।
গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীত পরিচালনায় ছিলেন অনিম খান। গানটির প্রমোশনাল ভিডিও দেখার জন্য নিচে ক্লিক করুন।
আরআইএস