ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মিমের সঙ্গে কথা বলবেন যে নম্বরে


১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৫

মিডিয়া পাড়ার আলোচিত মুখ বিদ্যা সিনহা মিম। মডেলিং ও নাটক সর্বশেষ বড় পর্দায় কাজ করছেন। জনপ্রিয় এ অভিনেত্রীর অসংখ্য ভক্ত রয়েছে। এবার ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দেবেন তিনি।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আসছে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই আমার সঙ্গে কথা বলতে পারবেন দর্শক-শ্রোতারা। এভাবে কথা বলার এই সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।’

লাইভ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়, যারা মিমকে ফোন করবেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সময়ের এই জনপ্রিয় তারকা।

মিম ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম হন। অভিনেত্রী হিসেবে ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘আমার প্রাণের প্রিয়া’, ‘আমার আছে জল’, ‘তারকাঁটা’, ‘ব্ল্যাক’, ‘পদ্ম পাতার জল’, ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’, ‘সুলতান’, ‘আমি নেতা হবো’, ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘পাষাণ’।

এসএ