সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের জন্য দোয়া

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের জন্য দোয়া
হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ। রবিবার সিঙ্গাপুরের মোস্তফা প্লাজার হেন্ডি রেস্টুরেন্টে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। একই সঙ্গে অসুস্থ সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিনের জন্যও দোয়া কামনা করা হয়।
তাৎক্ষণিক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুরে সফরত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা আব্দুল মতি ভূইয়া।
সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি আলহাজ সালাউদ্দিন রানার সভাপতিত্বে শাহ আলম মুরাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান।
এছাড়া সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি দেশে এবং বিদেশে সকল নেতা কর্মীদের প্রিয় নেতার জন্য দোয়া করতে বলেন।
মোনাজাত পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের। এসময় সিঙ্গাপুর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।