ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


২০০ ‘বাংলাদেশি’ নাগরিগকে আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ


৮ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫২

ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের মেদান শহরে অবৈধভাবে বসবাসরত প্রায় ২০০ ‘বাংলাদেশি’ নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জাগরণ।

ওই প্রতিবেদনে বলা হয়, আটক হওয়া ২০০ লোক মেদান শহরের একটি দুই-তলা বাড়িতে বাস করছিল। আশেপাশের মানুষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার তাদের আটক করে।

আটক হওয়াদের বেশিরভাগই ২০ বছর বয়সী। তবে তারা প্রকৃত বাংলাদেশি নাকি রোহিঙ্গা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে আসা এই ব্যক্তিরা কয়েক মাস ধরে অবৈধভাবে এখানে বসবাস করছে। এই লোকেরা নৌকা দিয়ে সুমাত্রার কাছে এসেছিল এবং তাদের কোন পরিচয়পত্র নেই।

ধারণা করা হচ্ছে, আশ্রয় এবং কাজের সন্ধানে অবৈধ পথে মালয়েশিয়া যেতে চাচ্ছিল তারা। কিন্তু সরাসরি সেখানে যেতে না পারায় ইন্দোনেশিয়ায় অবস্থান করছিল।