ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


প্রবাসী বাঙালীর অহংকার শায়লা


২১ অক্টোবর ২০১৮ ১৭:১৩

বেলজিয়াম প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছে বরিশালের মেয়ে শায়লা শারমীন। সম্প্রতি তিনি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেন (পিভিডিএ) পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশটির সকল বাঙালী প্রবাসী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের দেওপাশা গ্রামের জাহিদুল ইসলাম বেপারীর স্ত্রী শায়লা শারমীন। তিনি স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে স্বপরিবারে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন। শায়লা তার ব্যবসায়ী স্বামী জাহিদুল ইসলামের সূত্রেই ১৫ বছর পূর্বে বেলজিয়ামে আসেন।

বেলজিয়ামের মূলধারায় প্রথম বাংলাদেশি নারী প্রার্থী ছিলেন তিনি। বেশ কিছুদিন আগে দেশটির জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সঙ্গে কাজ করছেন।

ইউরোপের উন্নত দেশটির স্থানীয় সরকার নির্বাচনে শায়লার বিজয়কে পরদেশে বাঙালির উত্থানে অনন্য মাইলফলক বলে বিবেচনা করছে প্রবাসীরা।

আইএমটি