ইতালির নাপলিতে জাকির সিকদারের স্মরণসভা অনুষ্ঠিত

ইতালির নাপলির পালমা কম্পানিয়াতে বৃহত্তর খুলনা কল্যান সমিতির সদস্য মরহুম জাকির হোসেন সিকদারের স্মরণে শোক সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ ডিসেম্বর সকালে বৃহত্তর খুলনা কল্যান সমিতির আয়োজনে পালমা কাম্পানিয়ার একটি হলরুমে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির সভাপতি বশির আহমেদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুজিবর রহমান, সহ-সভাপতি সাইদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণত সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানি। দপ্তর সম্পাদক মোল্লা মনিরুজ্জামান মনির। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আব্দুল কুদ্দুস হাওলাদার, রিপন শেখ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালমা কম্পানিয়া মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। মোনাজাতে মরহুম জাকির হোসেন সিকদারের রুহের মাগফেরাত কামনা করেন।