ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


দেড় কোটি টাকার ইয়াবাসহ মালয়েশিয়ায় বাংলাদেশী গ্রেফতার


২৩ জুন ২০২০ ১৫:৩৮

সংগৃহিত

মালয়েশিয়ার রাজধানীর কুয়ালামাপুরে সানওয়ে সিটিতে অভিযানে চালিয়ে বাংলাদেশিসহ তিন জনকে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান (২২ জুন) সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার (১৮জুন) সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত সাড়ে আটটায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ পেকেট ইয়াবা (সাবু) (২১ কিলোগ্ৰাম) তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ কারোর নাম প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশী। যাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। এসময় উদ্ধার করা হয় মালয় রিংগিত ১০ হাজার (টাকা ২ লাখ) সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, উদ্ধার করা সাবু(ইয়াবা) যার দাম মালায় রিংগিত ৮লাগ(টাকা ১ কোটি ৬০ লাখ। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের প্রসাব পরীক্ষা করে দুইজনের ড্রাগ-পজিটিভ পাওয়া গেছে। এসময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯ বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি উল্লেখ করেন।