ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ইতালিতে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু


১১ মে ২০২০ ১৮:২১

সংগৃহিত

ইতালীর মিলান সেন্ট্রাল ষ্টেশন সংলগ্ন এলাকায় গোলাম রাব্বি (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলা শিড়খারা ইউনিয়নের সিপাহি বাড়ি। সে ওইএলাকার ছত্তার তালুকদারের নাতি।

বাসার নীচে অচেতন অবস্থায় এক মরক্কোর নাগরিক দেখতে পেয়ে পুলিশকে জানায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরে জানতে পারে বাংলাদেশী নাগরিক। এরপর বাসার লোক জানতে পেরে নিচে নেমে আসলে তাঁকে মৃত্যু অবস্হায় দেখতে পায়।

পরে পুলিশ মৃত্যু দেহটি হাসপাতালে নিয়ে যায় এবং যে বাসায় রাব্বি থাকতো সে বাসার সকলকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসা করে ছেড়ে দেয়।ছেলের আপন মামা পুলিশের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সঠিক তথ্য জানা যায়নি।