ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মালদ্বীপে করোনায় আক্রান্তদের মধ্যে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা বেশি


৬ মে ২০২০ ০০:০৯

প্রতিকি

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তবে দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে ভাইরাসটির সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তা তিনশ এর কাছাকাছি বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন মালদ্বীপে।

দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) এক টুইট বার্তায় বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানী মালেতে নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচ বাংলাদেশি।

এইচপিএ এর টুইটার বার্তার সর্বশেষ রিপোর্টে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশটিতে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে ৫ বাংলাদেশি ও ৫ মালদ্বীভিয়ান রয়েছে।এ দিকে আজ (৫মে) মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে ৬ জন।এদের মধ্যে ১ জন বাংলাদেশি এবং ৫ জন মালদ্বীভিয়ান।

এদিকে, মঙ্গলবার (৫ মে) সকালের দিকে করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশি প্রবাসী মালের IGM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ নিয়ে মালদ্বীপে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ জন।

মালদ্বীপের দেশটিতে এখন পর্যন্ত এইচপিএ (HPA) এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৫৭ জনে।যাদের অর্ধেকের বেশি বাংলাদেশি প্রবাসী।তাছাড়া দেশটিতে সু্স্থ হয়ে বাড়ি ফিরছেন ১৮ জন।

মালদ্বীপে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে বাড়ছে সংক্রমণের হার। রাজধানী মালে ছাড়াও দেশটির ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু দ্বীপেও স্বল্পহারে ইতোমধ্যেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।