ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


কাতারে রমজান উপলক্ষ্যে পাচ শতাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলো


২১ এপ্রিল ২০২০ ২২:১২

প্রতিকি

কাতারে পবিত্র রমজান মাস সবোর্চ্চ মর্যাদার সাথে পালন করা হয় । তাই নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালে রাখতে গত শুক্রবার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমওসিআই) পবিত্র রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট মূল্যে বিক্রি হবে এমন ৫ শ'রও বেশি পণ্য ছাড়মূল্যে সামগ্রীর তালিকা ঘোষণা করেছে এবং সেগুলোর মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় । গত শুক্রবার থেকে কার্যকর হওয়া নতুন মূল্য পবিত্র রমজান মাসের শেষঅবধি কার্যকর থাকবে।

প্রতি রমজানে নিত্যপন্যের দাম কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রন করে থাকে কাতার সরকার । রমজানের এক সপ্তাহ পূর্বেই ছোট বড় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে দেয়া হয় কাতারের বানিজ্য মন্ত্রনালয় থেকে। যা বছরের অন্য সময়ের থেকে কম ।

বিষয়টি সিটি করপোরেশন (বলদিয়া) কর্মকর্তা গন কঠোর ভাবে মনিটর করেন। এসব পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, মাছ, মাংশ, ছোলা, মুড়ি, মসলা সবই রয়েছে।