ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


কাতারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা


২১ এপ্রিল ২০২০ ০১:২৫

প্রতিকি

কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি বেড়েই চলছে। সোমবার (২০ এপ্রিল) সোমবার (২০ এপ্রিল) নতুন করে ১ জন আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন । ৫৬৭ জন নতুন আক্রান্ত সহ দেশটিতে মোট ৬০১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কাতারে এ পর্যন্ত ৬৪৬২০ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিগত ২৪ ঘন্টায় ৩৭ জন সহ মোট ৫৫৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং ৫৪৫১ জন চিকিৎসাধিন আছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

উলেক্ষ্য কাতারে গত ২৯ ফেব্রুয়ারি এক ইরান ফেরত কাতারি নাগরিকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এদিকে কাতারে আক্রান্তদের মধ্যেই বাংলাদেশের নাগরিকরা দ্বিতীয় অবস্থানে আছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, কাতারে পাঁচশ এর বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ পর্যন্ত প্রাণঘাতী করোনায় দেশটিতে ৩ জন বাংলাদেশিসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।