ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি আটক


২৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৪

মালয়েশিয়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৩৩৮ জন শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা। আটকদের মধ্যে ৫৫ জন্য বাংলাদেশের নাগরিক। বাকিরা ইন্দোনেশিয়া, নেপাল ও মিয়ানমারের।

শনিবার (২২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সংবাদপত্র স্টার অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শ্রমিকরা ভিন্ন কোম্পানির অস্থায়ী নিয়োগপত্র নিয়ে ওই কারখানায় কাজ করছিলেন।

ইমিগ্রেশন বিভাগ কর্মকর্তাদের বরাতে বলা হয়, কর্মীদের ওয়ার্ক পারমিট যে কোম্পানির নামে, সেই ঠিকানায়ই তার কাজ করার কথা। নিয়োগকর্তা কোম্পানি বিদেশি কর্মী সহজে পেতে নিয়ম ভেঙে আসছিল। কোম্পানিগুলোর এই অনিয়মের দায় শ্রমিকদের উপরও পড়ে। অভিযানে তাদের আটক করা হয় এবং বাতিল করা হয় তাদের নিয়োগপত্র। আটক শ্রমিকদের সবাইকে ইমিগ্রেশন বিভাগের বুকিত কারাগারে রাখা হয়েছে।

এসএ