ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


যুক্তরা‌জ্যে বাংলা‌দে‌শি চি‌কিৎসক‌দের অভিবাসন নিয়ে সেমিনার


২৮ নভেম্বর ২০১৯ ০৮:২২

সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলা‌দে‌শি চি‌কিৎসক‌দের অভিবাসন‌ সহজ কর‌তে ও তা‌দের সু‌যোগ-সু‌বিধা দে‌শের তরুণ চি‌কিৎসক‌দের জানাতে সে‌মিনার করেছে ‘ডক্টরস ইমিগ্রেশন’।

মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যাল‌য়ের মিল্টন হ‌লে ‘ডক্টরস ইমিগ্রেশন কনফা‌রেন্স’ শীর্ষক এ বি‌শেষ সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়। এ সে‌মিনারের আ‌য়োজন ক‌রে অভিবাসনে পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ডক্টরস ইমিগ্রেশন’।

অনুষ্ঠা‌ন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব আলি। তি‌নি ব‌লেন, আমি ২০ বছর ধ‌রে অভিবাসন প্রক্রিয়া নি‌য়ে কাজ কর‌ছি। দ‌ক্ষিণ এশিয়ার ভারত, শ্রীলঙ্কা, পা‌কিস্তান ও নেপাল নি‌য়ে বহু বছর ধরে সফলতার স‌ঙ্গে যুক্তরাজ্যসহ বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে চি‌কিৎসক‌দের অভিবাসন সহজ কর‌তে পরামর্শদাতা হি‌সে‌বে কাজ ক‌রে আস‌ছি। এরই ধারাবাহিকতায় এবার বাংলা‌দে‌শি চি‌কিৎসক‌দের সহজ প্র‌ক্রিয়ায় যুক্তরা‌জ্যে পাঠা‌নোর উদ্যোগ নি‌য়ে‌ছি। আশা কর‌ছি, এ শুভ উদ্যোগ সফল হ‌বে।

অনুষ্ঠা‌নের প্রধান আলোচক মোল্লা মাহফুজ ইসলাম জানান, এ দে‌শের চি‌কিৎসক‌দের যুক্তরা‌জ্যে উন্নত জীবনযাপন, আর্থিক সু‌বিধা এ দে‌শের তুলনায় প্রায় ৪/৫ গুণ বে‌শি। যেসব তরুণ চি‌কিৎসক‌ যুক্তরা‌জ্যে স্থায়ীভা‌বে বসবা‌সে আগ্রহী, তা‌দের ভিসা প্র‌ক্রিয়া সহজ কর‌তেই আমরা পরামর্শদাতা প্র‌তিষ্ঠান হি‌সে‌বে কাজ করার উদ্যোগ নি‌য়ে‌ছি। চি‌কিৎসক‌দের জন্য নামমাত্র মূল্যেই এ ইমিগ্রেশন ভিসা পাওয়া যাচ্ছে।