যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মসূচি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ যুক্তরাষ্ট্র শাখা। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সভা থেকে এসব কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।
তিনি জানান, সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন-ইতিহাস যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দিতে আগামী বছর প্রতিটি সমাবেশেই নতুন প্রজন্মের সম্পৃক্ততা ঘটানো হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ফাউন্ডেশনের সদস্য জাফরউল্লাহ, মোস্তফা কামাল পাশা মানিক, আলমগীর কবীর, আসরাব আলী খান লিটন, এ টি এম মাসুদ, নাজিমউদ্দিন, এটিএম রানা, লিটন চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, আবুল হাশেম ভূইয়া, লিটন আহমেদ, কানু দত্ত, নবী হোসেন, আরশাদ ওয়ারেশ এবং কাজী জামান।