জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির আয়োজনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, আমাদের ২৪ ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের বছরে কোন ছুটি নেই। এমনকি সপ্তাহিক ছুটিও পাওয়া যায় না। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বক্তারা আরো বলেন, আমাদের ২৪ ঘন্টা ডিউটি থেকে ১৬ ঘন্টা কমিয়ে ৮ ঘন্টা নির্ধারণ, নৈমিত্তিক ছুটির ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষে বিগত দিনে জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সারা দেশে প্রায় ৩৭ হাজার পরিবারের কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরীদের এক দফা দাবী চাকুরী জাতীয়করণের দাবী জানানো হয়।
প্রাথমিক বিদ্যালয় নিয়োগপ্রাপ্ত দপ্তরী কাম প্রহরীদের এক দফা দাবী চাকুরী জাতীয়করণের ঘোষণা না দিলে অবস্থান ধর্মঘট কর্মসূচি চলবে বলে জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির সদস্যবৃন্দ