পরপর তিনবার ফেল করায় ফারজানার আত্মহত্যা

আজ সোমবার সারাদেশে এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষবোর্ড। শিক্ষার্থীরা যখন রেজাল্টের খুঁশিতে মিষ্টিমুখ করছে। তখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী।
সোমবার (৬ মে) দুপুরে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা সোমবাগ ইউনিয়নের চাপিল গ্রামের ফারুক হোসেন মেয়ে।
ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার পর ওই শিক্ষার্থী নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে এর আগেও দুইবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। এবার তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়েও ফেল করায় আত্মহত্যা করেছে। প্রাথমিক ময়নাতদন্তের পর ওই শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নতুনসময়/আইকে