ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


পা দিয়ে লিখেই ফের জিপিএ-৫ পেলেন তামান্না !


৭ মে ২০১৯ ০৪:১০

চার হাত-পায়ের মধ্যে আছে শুধু একটি পা। আর সেটিকেই সম্বল করে দুর্বার গতিতে এগিয়ে চলছে যশোরের ঝিকরগাছার বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তামান্না নূরা। এ স্কুল থেকেই বিজ্ঞান বিভাগ থেকে সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এক পা দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সবাইকে অবাক করেছে সে। জেএসসি, পিইসিতেও জিপিএ-৫ পেয়েছিল সে। এই এক পা দিয়েই সুন্দর ছবিও আঁকতে পারে সে।

ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির মেয়ে তামান্নার চিকিৎসক হওয়ার ইচ্ছা। এখন সে শহরের ভালো কোন কলেজে ভর্তি হতে চায়। শারীরিক প্রতিবন্ধকতাকে ক্ষণে ক্ষণে পরাজিত করে এতদিন নিজেকে বিজয়ী করে এসেছে সে। তিন হাত-পা বিহীন মেয়েটির কাছে এখন তার পরিবারের আর্থিক দুরাবস্থা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দেখা দিচ্ছে। শুধু টাকার জন্য কী থেমে যাবে তামান্নার দুর্বার এগিয়ে চলা? এ চিন্তা এখন তামান্নার অভিভাবকদের, তামান্নারও।

নতুনসময়/আইকে