রোববার সকল পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য রোববার (৫ মে) এর সব ধরণের পরীক্ষা অনিবার্য কারণে স্থাগত করা হয়েছে।
শনিবার (৪ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থগিত এ সব পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
নতুনসময়/এসআই