ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ডক্টরেট ডিগ্রী অর্জন করলেন বেনজীর


৩ মে ২০১৯ ০৭:১৮

ফাইল ছবি

ডক্টরেট ডিগ্রী অর্জন করলেন রাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিপিএম(বার)।

তিনি Contribution of Bangladesh UN Peace Keeping Force to Our National Economy শীর্ষক অভিসন্দর্ভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ হতে এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডীন প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলামের তত্ত্বাবধানে ডিবিএ ১ম ব্যাচের ১ম শিক্ষার্থী হিসেবে (রেজি নং-১৩/২০১৪-২০১৫) ডক্টর অব বিজনেজ এডমিনিস্ট্রেশন(DBA) ডিগ্রী অর্জন করেন।

নতুনসময়/আল-এম