ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতান্ত্রিকতার কারণে পিছিয়ে রয়েছে নারী; দীপু মনি

ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতান্ত্রিকতার কারণে পিছিয়ে রয়েছে নারী। সমাজে আমরা সবাই পুরুষতান্ত্রিকতায় আক্রান্ত বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার(৫ এপ্রিল) বিকেলে বাংলা একাডেমীতে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ' উইমেন অব দ্য ওয়ার্ল্ড - ওয়াও' শীর্ষক এক ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সময়ের অগ্রযাত্রায় নারীরা অসামান্য অবদান রাখছে।আমাদের সমাজ পুরুষতান্ত্রিকতায় আক্রান্ত।মানুষের ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতান্ত্রিকতার কারণে পিছিয়ে রয়েছে নারী। নারী প্রতিবন্ধকতা ও নারী সহিংসতা দূর করতে প্রথমে প্রয়োজন শিক্ষা।
আমাদের দেশকে যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একজন নারী। সহস্ত্র প্রতিকূলতা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।বর্তমান সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে।
এছাড়াও তিনি আরো বলেন, সমঅধিকার যে পুরুষের জন্য খারাপ নয় সমঅধিকারের মাধ্যমে তাদের সাথে নিয়ে এগিয়ে গেলে বিশ্বে নারীর অগ্রযাত্রা সম্ভব হবে সে সম্পর্কে তাদের অবগত করতে হবে।
রাজধানীতে নারীদের আন্তর্জাতিক উৎসবটি চলবে ৫-৬ এপ্রিল।
ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি সিবিই সহ প্রমুখ।