ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বাংলা‌দেশ অসাম্প্রদা‌য়িকতার দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছেঃ জবি উপাচার্য


২ এপ্রিল ২০১৯ ০৮:৪৮

গীতিকবি আব্দুল হাই মাশরেকীর জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠান

বাংলা‌দেশ অসাম্প্রদা‌য়িকতার দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেন, আমরা একবার দ্বি-জাতির অযুহাতে বিভক্ত হয়েছি। কিন্তু অনেকেই বলে আমরা অসাম্প্রদায়িক ছিলাম। আমরা আসলে অসাম্প্রদায়িক ছিলাম না। আমরা এখন হিন্দু মুসলমান মিলে একসাথে খাচ্ছি, একই প্লেটে খাচ্ছি। আমরা কেবল মাত্র অসাম্প্রদায়িক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

সোমবার (১লা এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গীতিকবি আব্দুল হাই মাশরেকীর জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি অারও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সাংস্কৃতিবান বিশ্ববিদ্যালয় অর্থাৎ একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হচ্ছে। দেশ যখন জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়, তখন একটি জায়গায় ছিল বাঙ্গালীত্ব ও বাঙ্গালী জাতীয়তাবাদ। বাঙ্গালী জাতীয়তাবাদের যত অনুকরনীয় আছে, এসব নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে যেতে হবে। আমরা ধনী হচ্ছি। কিন্তু জাতির জনকের স্বপ্নের সোনার বাংলার স্বপ্নে এগুলো ছিল না। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা ছিল সবাই মিলে মিশে বাংলাদেশ। ধনী-গরিব, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই মিলে একটি বহুমাত্রিক বাংলাদেশ। অসাম্প্রদায়িক সোনার বাংলার বিনির্মানে সবাইকে নিয়ে চলা, সবাইকে ধারণ করার বিষয়গুলো, সোনার বাংলা বিনির্মনের মর্মার্থ কবি আবদুল হাই মাশরেকীর গানের মধ্যেই আছে। তার গানগুলো আমরা যতই চর্চা করবো ততই অসাম্প্রদায়িক উদার বাংলাদেশ তথা জাতির জনকের সোনার বাংলা তৈরী করতে পারবো।

দিনব্যাপী জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় গীতিকবি আব্দুল হাই মাশরেকীর জন্মশত বার্ষিকী। অনুষ্ঠানে কবি আবদুল হাই মাশরেকীর রচিত ঐতিহ্যবাহী গীতিকবিতা অবলম্বনে গান, নৃত্য ও পুঁথির অবলম্বনে নাটিকা পরিবেশন করে জবির সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, চিত্রশিল্পী নাজমা আক্তর, ওপার বাংলার কবি সৈয়দ হাসমত জালাল, মাশরেকী পরিষদের সভাপতি মাহবুবে
আলম প্রমুখ।