ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


প্রশ্ন মুদ্রণে ত্রুটি থাকায় যশোর বোর্ডের আইসিটির পরীক্ষা বাতিল


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৮

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

প্রশ্নে মুদ্রণ ত্রুটির কারণে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পরীক্ষাটি শুরু হওয়ার পর মুদ্রণ ত্রুটির কারণে তা বাতিল করার কথা জানান বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম। তিনি বলেন, এ বিষয়ের পুনঃপরীক্ষার তারিখ পরে জানানো হবে।

বোর্ডের চেয়ারম্যান বলেন, আইসিটি বিষয়ের প্রশ্নের আরেক পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন ছিল। সেজন্য শিক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়তে হয়। তাই এ পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিজি প্রেসে প্রশ্ন মুদ্রণের সময় এই ভুলটি হয়েছে বলেও জানান বোর্ডের চেয়ারম্যান আবদুল আলিম।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র গণমাধ্যমকে বলেন, বিজি প্রেসের মুদ্রণ ত্রুটির কারণে আজকের পরীক্ষা হচ্ছে না। এই পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

/এ আই