ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সকলকে সজাগ থাকতে হবেঃ শিক্ষা উপমন্ত্রী


৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৫

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

প্রশ্নপত্র এখনও ফাঁস হয়নি। আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেনো ফাঁস হতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) কক্সবাজারে সরকারি উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, শিক্ষা অধিদপ্তরের চট্রগ্রাম আঞ্চলিক পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী, চট্রগ্রাম শিক্ষা বোর্ডেও পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনসহ সংশ্লীষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপ-মন্ত্রী এসএসসি প্রশ্নপ্রত্র ফাঁস না হলেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে তবে তার জন্যে পরীক্ষার্থীদের যেনো কোনো অসুবিধে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে এবং ত্রুটি বিচ্যুতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/এ আই