ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


প্রশ্ন ফাঁস বন্ধ করবো- শিক্ষামন্ত্রী


৯ জানুয়ারী ২০১৯ ০৬:১৫

ফাইল ফটো

প্রশ্ন ফাঁস রোধে বিশেষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী দীপু মণি নিজেদের দায়িত্ব বুঝে নিতে গিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি ।

এসময় তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি বিশেষভাবে প্রশ্ন ফাঁস বন্ধ করবো।

একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ রাজনীতিক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আসলে বিষয়টিকে মন্ত্রীত্ব হিসেবে নয়, নতুন দায়িত্ব হিসেবে দেখছি।