ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


'বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, হাসিনা দিয়েছেন পরিচয়'


৬ জানুয়ারী ২০১৯ ০৬:০৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন আর বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীন দেশের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়্যারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

তিনি বলেন, আগে যখন বিদেশে যেতাম, তখন বাংলাদেশের পরিচয় দিলে আমাদের তারা চিনত না। বিদেশিরা মুজিবের দেশ বললে চিনত। আজ আর এমনটি হয় না। সারা বিশ্বে আজ আমাদের সবাই চেনে। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা পরিচিতি পেয়েছি। বঙ্গবন্ধুকন্যার নেতেৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে আমাদের এখন বিবেচনা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কৃষিশিক্ষা ও গবেষণায় আমাদের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৩ সালে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার কারণেই কৃষিতে আজ আমাদের অবারিত সাফল্য।

তিনি আরো বলেন, পৃথিবীর খুব কম দেশই রয়েছে যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে। আজ বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনের দেশ হিসেবে গণ্য হচ্ছে। এখন আর আমাদের বিদেশ থেকে রিলিফ আনতে হয় না, বরং আমরাই বিদেশে রিলিফ পাঠাচ্ছি। কৃষিবিদদের ভূমিকার কারণেই এটি সম্ভব হয়েছে।

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির।