ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ঝিনাইদহে শিক্ষকদের আনন্দ র‌্যালি ও সমাবেশ


১৩ নভেম্বর ২০১৮ ২২:৪১

বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% প্রবৃদ্ধির দাবি মেনে নেওয়ায় মঙ্গলবার (১৩ নভেম্বর) ঝিনাইদহে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে শিক্ষক ও কর্মচারীরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আব্দুল মমিন, রেজাউল করিম, শাহানাজ পারভীন মুন্নী, প্রদীপ কুমার, কৃপা সিন্ধু, আলমগীর হোসেন, মনিরুজ্জামান, মাসুদ করিম, ইয়াকুব হোসেন, ইসাহক আলী, মনীন্দ্রনাথ বিশ্বাস, আলী আকবর, তপন কুমার বিশ্বাস, আলিম উদ্দিন, নাজমুল হক, জালাল উদ্দিন, খলিল আহমেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবি বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% প্রবৃদ্ধির দাবি মেনে নিয়েছেন। এজন্য তাকে শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।

এমএ