ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


‘পুলিশ শিক্ষার্থীদের গুলি করলে তাদের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা’


৪ আগস্ট ২০২৪ ০৭:৫২

ফাইল ফটো

পুলিশ যদি আর কোনো শিক্ষার্থীদের বুকে গুলি করে তাহলে কোনো পুলিশের সন্তানকে শিক্ষার্থীরা পাঠ দান করবে না বলে মন্তব্য করেছেন নরসিংদীর আন্দোলনরত শিক্ষকরা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে সারাদেশে হত্যার বিচারের দাবিতে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন তারা।

বিক্ষোভ মিছিলটি শিক্ষাচত্বর এলাকার পৌর পার্কের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন শিক্ষকরা।

এসময় শিক্ষকরা দাবি করেন, সারাদেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার বিপরীতে তাদেরকে দমন-নিপীড়ন করে দমানো যাবে না। অবিলম্বে এই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোন শিক্ষার্থীদের উপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচি দেয়া হবে।