ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


চলমান পরিস্থিতিতে এইচএসসির শেষ আপডেট


২৭ জুলাই ২০২৪ ১৪:৩৮

ফাইল ফটো

কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা বিষয়ক একাধিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। এসব একনজরে তুলে ধরা হলো।

 

এইচএসসির মোট ৮ পরীক্ষা স্থগিত

 

সারা দেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় চলমান এইচএসসি পরীক্ষার মোট ৮টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রথমে ১৮ জুলাই, পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। পরে ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করে।

 

পরীক্ষা ১১ আগস্টের পর

 

স্থগিত হওয়া এসব পরীক্ষা আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ

 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) শিক্ষা বোর্ডগুলোতে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।