ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


সিলেট বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ১৩ আগস্ট


৩০ জুন ২০২৪ ২১:৩৩

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে সিলেট বোর্ড।  ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। 

রোববার (৩০ জুন) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

বিবৃতিতে বলা হয়েছে, ১৩ আগস্ট বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

 

এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।