ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিম্যান আটক


২৩ অক্টোবর ২০১৮ ২১:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় এক শিক্ষার্থীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা. রানী খাতুন এ আদেশ প্রদান করেন।

আটক ওই যুবকের নাম মো. মুনসুর রহমান। মুনসুর রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ‘বি-২’ ইউনিটের পরীক্ষা চলাকালে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর থেকে ওই শিক্ষার্থী আটক করা হয়। মুনসুর অন্যের পরিক্ষা দিতে এসেছিল।

পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক বছরের শাস্তি দেওয়া হয়।’

এসএমএন