ইবিতে ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত রচিত ব্রিটিশ বিরোধী নাটক ‘টিনের তলোয়ার মঞ্চস্থ হয়েছে।
শনিবার (১৩অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি মঞ্চস্থ হয়।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের ২৭ বছর পূর্তি উপলক্ষে এ নাটকটি মঞ্চস্থ করেন তারা। বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওনের নির্দেশনায় নাটকে অভিনয় করে আরিফ, তারিক বিন নজরুল, এনামুল হক, রিতু, নিশাত প্রমূখ।
আইন ওশরিয়াহ অনুষদের ডিন অধ্যাপক রেবা মন্ডল, সাবেক ডিন অধ্যাপক শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওন বলেন,‘ তৎকালীন সমাজ ব্যবস্থা ও নারীদের প্রতি অবিচারের কথা নতুন প্রজন্মকে জানাতেই নাটকটি মঞ্চস্থ করা হয়। এ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই নাটকটি মঞ্চে আনা হয়।’
উৎপল দত্ত রচিত এ নাটকটি ১৯৭৩ সালে কলকাতার বেঙ্গল ধিয়েটারে প্রথম অভিনীত হয়। নাটকটিতে তৎকালীন সম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ও তাদের সহযোগী ব্যবসায়ীদের মুখোশ উম্মোচন করেন। নারীদের চরম অবমূল্যায়নের জীবন্ত চিত্র ফুটে উঠে নাটকটিতে।
এসএ