ইংল্যান্ডের কুইন মেরী ইউনিভার্সিটি থেকে বাংলাদেশী মেয়ের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ
 
                                মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ইউকে শাখার সভাপতি আশিকুল ইসলাম আশিক’র কন্যা ইংল্যান্ডের বিখ্যাত কুইনমেরী ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সহিত ইংরেজী সাহিত্যে গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেছেন।
তাসলিমার এ সাফল্যে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না, ইঞ্জিনিয়ার ওয়ালীউল্লাহ, সহকারি পরিচালক নাঈম ইসলাম অভিনন্দন জানিয়েছেন।
তাসলিমা খানমের গ্রামের বাড়ী ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দী গ্রামে। তাঁর দাদা বৃটিশ আমলের বৃটেনবাসী এবং ‘৭১-এ বঙ্গবন্ধুর ডাকে বৃটেনে মুক্তিযুদ্ধের পক্ষে ঝাঁপিয়ে পড়েন আলহাজ্ব খোয়াজ আলী।
আশিকুল ইসলাম আশিক বৃটেনের আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
আশিক ছাতকের সিংচাপইড় ইউপির আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাষ্টের, প্রতিষ্টাতা ও পরিচালক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধলীগ যুক্তরাজ্য শাখার প্রতিষ্টাতা সভাপতি, লন্ডন মহানগর আওয়ামী-লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, ছাতক এডুকেশন ট্রাষ্ট যুক্তরাজ্য শাখার প্রতিষ্টাতা ট্রাষ্ট্রি, সুনামগঞ্জ জেলা সমিতি যুক্তরাজ্য শাখার অর্থ সম্পাদক, স্পার্ক ফুটবল একাডেমি সিংচাপইড় ইউনিয়ন’র প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ বিজ্ঞপ্তি

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            