ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, উত্তাল জবি ক্যাম্পাস

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে, রবিবার (৭অক্টোবর) দুপুরে সংঘর্ষে জড়ায় সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদিন রাসেলের গ্রুপের কর্মীরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে শো-ডাউন দেয় দুই গ্রুপের কর্মীরা। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, গতকাল ভর্তি পরীক্ষায় এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে র্যাগ দেয়ার প্রেক্ষিতে ১৩তম ব্যাচের সাধারণ সম্পাদক গ্রুপের এক ছাত্রলীগ কর্মীকে থাপ্পর দেয় ১২ তম ব্যাচের সভাপতি গ্রুপের এক কর্মী। এরই জের ধরে সকাল পৌনে ১২টায় কলা ভবনের সামনে ১২ তম ব্যাচের সভাপতি গ্রুপের নোমান কে পিটিয়ে আহত করে সাধারণ সম্পাদকের কর্মীরা। এর প্রেক্ষিতে সভাপতি গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদকের কর্মী গণিত বিভাগের ১৩ ব্যাচের জুবায়ের আল মাহমুদকে পিটিয়ে আহত করে।
সংঘর্ষের সময় উভয় গ্রুপ লাঠি-সোটা আর রড নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগ কর্মীদের শহীদ মিনারের নিরাপত্তা বেষ্টনী খুলে ফেলতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, একটি সামান্য বিষয় নিয়ে মারামারি হয়েছে। আমি সমাধান করার চেষ্টা করছি।
সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল নতুনসময়কে বলেন, আমি ও প্রক্টর স্যার ঘটনা স্থলে যাওয়ার পর সংঘর্ষ শেষ হয়ে যায়। আহত এক ছেলে লিখিত অভিযোগ দিয়েছে। পরবর্তীততে আলোচনা সাপেক্ষে একাডেমিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এমএ