ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কাউন্টার টেরিরিজোমের সতর্কবার্তা


৫ অক্টোবর ২০১৮ ০৭:৫৫

শুক্রবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল কলেজেগুলোর নতুন সেশনের ভর্তির জন্য ভর্তি পরীক্ষা। এ কারণে ভর্তিচ্ছু ছাত্রছাত্রী, অবিভাবকদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নাগরিকদের সতর্ক থাকার জন্য কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,

১. প্রশ্নপত্র কোনভাবেই ফাস হওয়ায় সুযোগ নাই। কর্তৃপক্ষ সেভাবেই ব্যবস্থা নিয়েছে।
২. সামাজিক যোগাযোগ মাধ্যম বা জনপ্রিয় চ্যাট ইঞ্জিনগুলোর পাবলিক বা ক্লোজড গ্রুপে যারা প্রশ্ন সরবারহ করবে বলে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, সেগুলো ভুয়া! ইতোমধ্যে সেই সব ভুয়া এন্টিটি বা কন্টেন্ট গুলোর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৩. একটি ভিন্নমতাবলম্বী পক্ষ দেশে অস্থিরতা তৈরি করার জন্যও এদের কে উস্কে দিচ্ছে।
৪. বিশেষ প্রাযুক্তিক টুল দিয়ে এইসব গ্রুপ এর তৎপরতা অনুসরণ করা হচ্ছে, তাই সাধারন ভর্তিচ্ছু কেউ এই সব গ্রুপে ঢু মেরে ফুটপ্রিন্ট রাখবেন না। সাইবার পুলিশ ট্রেস করে ফেলবে ও আইনগত ব্যবস্থা নিবে।
৫. পরীক্ষা হল গুলোতে ম্যাগনেট, অপ্টিক ও ফ্রিকুয়েঞ্চি ডিটেক্টর বসানো হচ্ছে। যাতে হলে গিয়েও কেউ বিশেষ ডিভাইস দিয়ে জালিয়াতি করতে না পারে। এবং তা করলে পুলিশ ব্যবস্থা নিবে।
৬. অভ্যাসগত ও সন্দেহভাজন প্রশ্নপত্র জালিয়াতদের নিবিড়ভাবে অনুসরণ করা হচ্ছে। এদের সাথে যোগাযোগ করে অপরাধী হবার ঝুকি নিবেন না।
৭. ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট ও ডিবির সমন্বয়ে ২০ টি টিম ভুয়া প্রশ্নপত্র জালিয়াতদের ধরার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে।
৮. অবিভাবক দের কাছে উদাত্ত আহবান, ছোট বাচ্চাদের অনৈতিক কাজে টেনে আনবেন না, কারন এরাই ভবিষ্যৎ। দেশের এই মনন ও বিবেক দের সুস্থ ও ন্যায়বোধের সাথে রাখুন।
৯. ভবিষ্যৎ জাতি গঠনে আজ সবাই স্টেইকহোল্ডার। আসুন প্রশ্নপত্র জালিয়াতি কে ‘না’ বলি।
১০. সর্বপরি যে কোন তথ্য জানানোর থাকলে, অনুগ্রহ করে ডিএমপির সঙ্গে কানেক্টেড থাকুন।

এমএ