ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সমাপনী পরীক্ষার সনদ দেবে স্কুল, থাকবে না গ্রেড


১৫ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩৪

করোনা পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা। তবে এসব শিক্ষার্থীদের পরীক্ষা না নিলেও সনদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে পাসের সার্টিফিকেট দেওয়া হবে। তবে সেসব সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সদ্যবিদায়ী মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেওয়া হবে। তবে কোন জিপিএ দেওয়া হবে না। শুধু উত্তীর্ণ লেখা থাকবে। যেটি দেখিয়ে সে পরের ক্লাসে ভর্তি হতে পারবে।

বৈশ্বিক মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতির কারণে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হচ্ছে না। গত ১১ আগস্ট করোনা এ বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।