ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


নাটোর জেলা সদরে প্রতিষ্ঠিত হচ্ছে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়


১ জুলাই ২০২০ ০৭:৫৫

ফাইল ছবি

নাটোর জেলা সদরে প্রতিষ্ঠিত হচ্ছে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়। এমন সংবাদে আনন্দে উদ্বেলিত নাটোরবাসী। নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল গতকাল কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন

নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, ‘কৃষি, ফল, ফসল ও মাছে উদ্বৃত্ত জেলা নাটোর। নাটোর সদরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন আমাদের প্রাণের দাবি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর সদরে, দেশের কৃতী সন্তান ড. ওয়াজেদ আলীর নামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, ‘নাটোরসহ উত্তরাঞ্চলের ছেলেমেয়েদের কৃষি বিষয়ে লেখাপড়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন খুব জরুরি ছিল। আশা করি, অচিরেই আমাদের প্রত্যাশা পূরণ হবে।’ নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘নাটোর জেলা সদরে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হলে সমগ্র উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। প্রধানমন্ত্রীর এরূপ সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’

প্রধানমন্ত্রীর এরুপ সিদ্ধান্তে খুশি জেলার সর্বস্তরের জনসাধারণ। সাংবাদিক ,রাজনীতিবিদ, কৃষক থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ।