ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিল ইসলামী বিশ্ববিদ্যালয়


১০ মে ২০২০ ২৩:৪১

প্রতিকি

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রবিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁও কার্যালয় ও গণভবনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়কে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া করোনা সঙ্কটকালীন কুষ্টিয়ার পিসিআর ল্যাবে করোনা টেস্টে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কারিগরি সহায়তা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন উপাচার্য।

চেক হস্তান্তর কালে উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।