ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


এএইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোমবার


২১ মার্চ ২০২০ ২০:২৯

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১ এপিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রাণঘাতী করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা যথা সময়ে হবে কিনা সোমবার (২৩ মার্চ) সিদ্ধান্ত হতে পারে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘পরীক্ষা যথা সময়ে হবে কিনা তা আগামী সোমবার সিদ্ধান্ত হবে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে করোনা আতঙ্কে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিআর